তিন মুসল্লির জানাজা, ইজতেমা ময়দানে কান্নার রোল
নিউজ ডেস্ক : রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে যোগ দিতে আসা তিন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হৃদরোগে তাদের মৃত্যু হয়।
মৃতরা ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের উলিপুর থানার চকলারপাড় গ্রামের নুরুল ইসলাম (৭২), ফরিদ উদ্দিন (৬৫) নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের মামুদ আলী কবিরাজের ছেলে ও সিলেটের গোলাপগঞ্জ থানার রনকেলী এলাকার জয়নাল আবেদীন (৫৫)। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বাদ ফজর ইজতেমা ময়দানে তাদের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।এসময় হাজারো মুসল্লি তাদের দ্বীনি ভাইয়ের জন্য কান্নায় ভেঙ্গে পড়েন। সেই সাথে তারা আল্লাহু আকবার ধ্বনিতে ময়দান প্রকম্পিত করে তোলেন। পরে তাদের লাশ সরকারি ব্যবস্থাপনায় নিজ নিজ জেলায় গ্রামের বাড়িতে পাঠানো হয়।
৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ
�