‘সব দোষ শেখ হাসিনার নয়’
ঢাকা : বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, জাতির সামনে কখনো কখনো রাজনৈতিক রূপান্তরের ঐতিহাসিক মুহূর্ত হাজির হয়। আর সে রকমই ৫ জানুয়ারি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু বিএনপি তা ব্যবহার করতে পারেনি। তাই সব দোষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপালে চলবে না।
শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের এক হাজার দিন উপলক্ষে আমার দেশ পরিবার আয়োজিত অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়াও ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেন তিনি।ওই নির্বাচনে না গিয়ে এবং ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে গিয়ে বিএনপি প্রমাণ করতে সক্ষম হয়েছে যে তারা কেন ৫ জানুয়ারির নির্বাচনে যায়নি।
তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশে ফ্যাসিস্ট সরকার ও রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান। কিন্তু জনগণ এর বিরুদ্ধে। তারা গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্রব্যবস্থার পক্ষে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ
�