শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৫:৪৪:১৬

‘দেশের দুধে নহর বইবে’

‘দেশের দুধে নহর বইবে’

ঢাকা : আগামীতে দেশের দুধে নহর বইবে। দুধে-ভাতে বাঙালিও বলা যাবে। এমন কোনো বাড়ি থাকবে না যেখানে গরু পাওয়া যাবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে রাঙ্গা কাজ করছেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উন্নয়নের ফিরিস্তি বর্ণনা করতে গিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, জাতীয় পার্টিকে জনগণ বিরোধী দল মনে করে না- এরশাদের এমন মন্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টি বিরোধী দল। তবে পার্টির চেয়ারম্যান কোনো প্রেক্ষাপটে এমন কথা বলেছেন তা বোধগম্য নয়। মশিউর রহমান রাঙ্গা বলেন, সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদ সরকারকে এমন তীর্যকভাবে আক্রমণ করেছেন যা আগে কোনো বিরোধী দল করেনি। তবে তিনি শালীন ভাষা ব্যবহার করছেন। জাতীয় পার্টির মতো বিরোধী দল আরো ১০ থেকে ১৫ বছর থাকা উচিত বলেও মন্তব্য করেন রাঙ্গা। রাঙ্গা বলেন, ১৬ হাজার দুস্থ নারীকে দু’টি করে গরু এবং ১০ হাজার করে টাকা দেয়া হবে। গরুগুলো পুরোপুরি ফ্রিজিয়ান হবে না, দেশি জাতের মিশ্রণ থাকবে। গরু বাচ্চা দেয়ার পর প্রতিটি গরু থেকে ১৫ থেকে ২০ কেজি দুধ পাওয়া যাবে। সেখান থেকে ১০ কেজি দুধ নেবে মিল্ক ভিটা। বাকিটা বিক্রি করে সংসার চালাবে সেই পরিবার। ৮ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে