বুধবার, ১২ মে, ২০২১, ০১:০০:০৭

আলোচিত মিতু হত্যা মামলায় দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার বাবুল আক্তার

আলোচিত মিতু হত্যা মামলায় দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার বাবুল আক্তার

দেশের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার বাদী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি সূত্র এই তথ্য দিয়ে বলেছে- চট্টগ্রামে তাকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাতে গ্রেফতার দেখানো হয়েছে। আজ আদালতে হাজির করা হবে। এর আগে ঢাকায় এক দিন জিজ্ঞাসাবাদ করার পর গতকাল তাকে চট্টগ্রাম এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দিনভর জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখানো হলো। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা অবশ্য বলেছিলেন, ‘আমরা মামলার বিষয়ে আলোচনার জন্য বাদী বাবুল আক্তারকে ডেকেছি। ওনার সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। এ মুহূর্তে এর চেয়ে বেশি কোনো তথ্য আমাদের কাছে নেই।’ মিতুর মা সাহেদা মোশাররফ বলেন, ‘বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই ডেকেছে বলে শুনেছি। এর চেয়ে বেশি তথ্য আমাদের কাছে নেই।’ তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময় প্রশাসনের কাছে বলে আসছি এ খুনের সঙ্গে বাবুল আক্তার জড়িত। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই এ খুনের আসল রহস্য বের হয়ে আসবে।’

জানা যায়, মিতু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে সোমবার ঢাকার পিবিআই অফিসে ডাকা হয়। পুরো দিন তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল তাকে চট্টগ্রাম কার্যালয়ে নিয়ে আসা হয়। গত রাত ৮টা পর্যন্ত বাবুল আক্তার পিবিআই কার্যালয়ে ছিলেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এ খুনের পেছনে প্রশাসন জঙ্গি সংগঠনের সম্পৃক্ততার সন্দেহ করলেও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘আইএস’ খুনের প্রতিবাদে বিবৃতি দিলে নতুন মোড় নেয় এ মামলা। খুনের এক মাসের মধ্যেই গ্রেফতার হয় কিলিং মিশনে অংশ নেওয়া সাতজন। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন খুনে সরাসরি অংশগ্রহণকারী রাশেদ ও নবী। বন্দুকযুদ্ধের পর এক বিন্দুতে স্থির থাকে এ খুনের তদন্ত। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ হয়ে বর্তমানে এ মামলা তদন্ত করছে পিবিআই। খুনের কিছু দিন পর থেকে মিতুর পরিবার এ ঘটনার জন্য বাবুল আক্তারকে দায়ী করে আসছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে