শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৭:২০:২৯

টিউলিপের জবানবন্দি, মুসলিম নাম বাদ দিয়ে এমপি হতে চাইনি

 টিউলিপের জবানবন্দি, মুসলিম নাম বাদ দিয়ে এমপি হতে চাইনি

নিউজ ডেস্ক : টিউলিপ সিদ্দীকি বলেছেন, ব্রিটেনে লেবার পার্টির হয়ে যখন নির্বাচনে অংশগ্রহণ করি তখন আমাকে বলা হয়েছিলো আমার নাম পরিবর্তন করতে কিন্তু আমিতো আমার নাম বদলাইনি, নির্বাচন করেছি এবং নির্বাচনে জয় লাভের মাধ্যমে পার্লামেন্ট সদস্যও হয়েছি। শুক্রবার ৭১ টিভিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, মুসলমান হয়ে যদি আমি ভোট না পাই বা আমার মুসলমান নামের কারণে যদি কেউ ভোট না দেয় তাহলে আমি তোমাদের পার্লামেন্টে নিজেকে উপস্থাপন করতে চাই না। আমি বদলাইনি আমার নাম, ঠিকই তারা আমাকে ভোট দিয়েছে, আমি ঠিকই জিতেছি। টিউলিপ সিদ্দীকি বলেন, মুসলমানদের কেউ ভোট দেয় না, এ কথাটি সম্পূর্ণ ভুল। তবে কিছুটা বৈষম্য আছে, সেটা হলো আমরা ইংল্যান্ডে প্রতিদিনই পত্রিকা খুললে ইসলামী জঙ্গিবাদ নিয়ে কিছু না কিছু দেখতে পাই। এছাড়া কিছু মানুষ আছে যারা লন্ডন থেকে সিরিয়ায় যায়, আইএস-এ যোগ দান করে। ইংল্যান্ডে ওরা ইসলাম বলতে জঙ্গিবাদ বা সন্ত্রাসী কার্যক্রমকেই বোঝে। কিন্তু আমি তাদের বোঝানো চেষ্টা করি যে এগুলো ইসলামের কার্যক্রম বা ইসলামের সংস্কৃতি নয়। ইসলাম বলতে কোন ধ্বংসাত্মক রুপ নয়। ইসলাম শান্তির ধর্ম। টিউলিপ সিদ্দীকি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট যিনি হতে চান। অথচ তিনি বলেছেন, মুসলমানদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। এটা বলার কারণ, তিনি বোঝাতে চাচ্ছেন মুসলমান এবং জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ একই জিনিস। আমাদের মধ্যে পার্থক্য দেখছেন না, অর্থাৎ সব মুসলমানই সন্ত্রাসী। তাই কোন মুসলমানের স্থান আমেরিকায় হবে না। এ কারণে আমিও ব্রিটেনের প্রধানমন্ত্রীকে বলেছিÑ আমি মুসলমান বলে যদি আমেরিকায় ঢুকতে না পারি তাহলে ডোনাল্ড ট্রাম্পও আমাদের দেশে (বৃটেন) আসতে পারবে না, আমাদের দেশে তাকে ঢুকতে দেওয়া হবে না। ব্রিটেনের এই লেবার পার্টির নেতা বলেন, আমাদের দেশে অর্থাৎ ইংল্যান্ডে আইন আছে, কেউ এসে ধর্মের নামে যা তা করে, মানুষকে বিভ্রান্ত করে তাকে কখনোই ঠাঁই দেওয়া হবে না বা গ্রহণ করা হবে না। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প ধনী, রাজনীতি করে এজন্যই তাকে দেশে ঢুকতে দেওয়া হবে এমনটি নয়। সে যদি মুসলমানদের তার দেশে ঢুকতে না দেয় তাহলে তাকেও আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না। ৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে