ইথিওপিয়া ও মরক্কোয় নতুন রাষ্ট্রদূত হলেন যারা
ঢাকা : পেশাদার কূটনীতিক মো. মনিরুল ইসলামকে ইথিওপিয়ায় এবং সুলতানা লায়লা হোসেনকে মরক্কোয় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করেছে সরকার।
বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুই রাষ্ট্রদূতের নিয়োগ ঘোষণা করে।
মো. মনিরুল ইসলাম বর্তমানে মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। তিনি বিসিএস ফরেন সার্ভিসের ১০ম ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, তিনি মাদ্রিদ, বেইজিং, সিঙ্গাপুর ও অটোয়ায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ডেস্কের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনিরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি লাভ করেছেন এবং অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্রবিষয়ক ও বাণিজ্য বিভাগে এমএ ডিগ্রি লাভ করেছেন।
মরক্কোতে মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সুলতানা লায়লা।তিনি বর্তমানে লস এঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুলতানা লায়লা বিসিএস ফরেন সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি লস এঞ্জেলেসে কনসাল জেনারেল এবং নয়াদিল্লি ও ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কনস্যুলার ও কল্যাণ উইংয়ে মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ
�