‘বাংলাদেশের নাগরিক নন খালেদা’
ঢাকা : যিনি গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে মারেন, শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলেন, রাজাকারদের ফাঁসির পর পাকিস্তানের সুরে কথা বলেন তিনি দেশের নাগরিকত্ব হারিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে এমনসব মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে তথ্য ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
আসাদুজ্জামান নূর বলেন, শহীদদের সংখ্যা হলো আমাদের আবেগের প্রতীক, মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার প্রতীক, দেশপ্রেমের প্রতীক। এ প্রতীককে আপনি (খালেদা জিয়া) প্রশ্নবিদ্ধ করতে পারেন না, তাহলে আপনার দেশপ্রেমও প্রশ্নবিদ্ধ হবে। আপনার কথার মাধ্যমে প্রমাণ করেছেন আপনি বাংলাদেশের নাগরিক নন।
তিনি বলেন, যারা দেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, জাতির পিতার অবদানের কথা স্বীকার করে না, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করে, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।
এসব বিষয় ছাত্রলীগকে যুক্তি দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ছাত্রলীগের আন্দোলন সংগ্রাম এবং অবদান নিয়ে বিভিন্ন ধরনের আলোকচিত্র ঘুরে দেখেন।
৮ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�