শনিবার, ২২ মে, ২০২১, ০৭:৫১:২৪

ইসরাইলি বাহিনীর বিচার দাবি করলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

ইসরাইলি বাহিনীর বিচার দাবি করলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ফিলিস্তিনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, ইসরাইলি বর্বরতায় ঘৃণা প্রকাশ এবং শিশু ও নিরীহ মানুষকে হত্যার জন্য ইসরাইলি বাহিনীর বিচার দাবি করা হয়েছে। শেরপুর শহরের কুসুমেশ্বরী শিব মন্দির প্রাঙ্গণে ঐক্য পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সভার শুরুতে ফিলিস্তিনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা করা হয়। জেলা ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট আব্দুর রহিম বাদল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে