এমটিনিউজ২৪ ডেস্ক : বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে ব্যক্তিগত ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে একটি সংঘবদ্ধ চক্র।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত জরুরি সতর্কবার্তা জারি করেছে বিশ্বব্যাংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের পরিচয়ে কিছু অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। এরা ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে।
বিশ্বব্যাংক জানিয়েছে, সংস্থাটি কখনোই কোনো ব্যক্তির ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না এবং এই ধরনের কোনো ঋণ প্রকল্পের সঙ্গে তাদের দূরতম কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেউ যদি এমন কোনো জালিয়াতির শিকার হন বা সন্দেহজনক প্রস্তাব পান, তবে যেন দেরি না করে অবিলম্বে স্থানীয় পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হন।