নিউজ ডেস্ক: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আঘাত হানার কথা রয়েছে বুধবার।
দেশের ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আরাধ্য একটি পর্যটন গন্তব্য হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। সেখানে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে। ঝড়ের তাণ্ডবে সেন্টমার্টিনে প্রবল জোয়ারের পানিতে উপড়ে পড়ছে গাছপালা। এছাড়া ভাঙন ধরেছে জেটির পল্টুনে ও রাস্তাঘাটে।
কোস্টগার্ড জানিয়েছে, তারা মানুষের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।