বুধবার, ২৬ মে, ২০২১, ১২:২৯:০৩

শ্রীলংকার বিপক্ষে সিরিজ জেতায় মির্জা ফখরুলের অভিনন্দন

শ্রীলংকার বিপক্ষে সিরিজ জেতায় মির্জা ফখরুলের অভিনন্দন

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতহাস গড়া তামিম ইকবালের নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দিবারাত্রির ম্যাচে শ্রীলংকাকে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। ম্যাচ জয়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিনন্দন বার্তা পাঠান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রীলংকাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হারিয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে