বুধবার, ২৬ মে, ২০২১, ০৩:৫৮:৪২

অবশেষে স্কুল-কলেজ খোলার তারিখ ঘোষণা দিল শিক্ষামন্ত্রী

অবশেষে স্কুল-কলেজ খোলার তারিখ ঘোষণা দিল শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: আগামী ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই সময় পরিস্থিতি অনুকূল না থাকলে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

আজ বুধবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের পিআরও (পাবলিক রিলেশনস অফিসার) এম এ খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ১৩ জুন থেকে দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি আজ এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যুক্ত হয়ে এ সিদ্ধান্তের কথা জানান।  

এর আগে আজ বেলা ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, 'আবাসিক হলে থাকা ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দিয়েই আমরা বিশ্ববিদ্যালয় খুলতে চাই। তবে বিকল্প কোনো উপায়ে বিশ্ববিদ্যালয় খোলা যায় কি-না, তা জানতে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব'।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে