আজহার-আসমা দম্পতির শিশু সন্তান আরিয়ানকে আরবি পড়ানোর জন্য ইমার আবদুর রহমানকে টিউটর রাখেন আজহার। এই সুযোগে মাওলানা আবদুর রহমানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আসমা। গত ফেব্রুয়ারির একদিন আজহার ঘরে ঢুকে দেখতে পান তার স্ত্রীর হাত ধরে আছে মাওলানা রহমান। সেদিনই আজহার তাকে অপমান করে বের করে দেন। বলে দেন, আর কোনদিন যেন তিনি তার বাসায় না যান। আবদুর রহমান না গেলেও তাদের মধ্যে প্রেম চলছিল।
রমজান মাসের ৭ দিন আগে আজহারুলকে হত্যার পরিকল্পনা করেন মসজিদের ইমাম ও তার স্ত্রী আছমা আক্তার। এ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে মসজিদের ইমাম তার এক ছাত্রের নামে একটি মোবাইল ফোন ও সিম কিনে আছমা আক্তারকে দেন। ওই ফোনে হত্যা সম্পর্কে তারা শলা-পরামর্শ করতেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম মাওলানা আব্দুর রহমান জানিয়েছেন, আজহারকে হত্যার পর ইমামের সঙ্গে চতুর্থ সংসার করতে চেয়েছিলেন আসমা। তাই তার পরিকল্পনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আসমা ইমাম আব্দুর রহমানকে প্রায়ই বলতেন, আজহারকে হত্যা করতে না পারলে তিনি নিজেই আত্মহত্যা করবেন অথবা ইমামকে হত্যা করবেন।