বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ০৪:২৭:৪২

লাইফসাপোর্টে স্বাস্থ্যমন্ত্রীর মা, অবস্থা সংকাটপন্ন

লাইফসাপোর্টে স্বাস্থ্যমন্ত্রীর মা,  অবস্থা সংকাটপন্ন

নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক লাইফসাপোর্টে রয়েছেন।  রাজধানীর এএমজেট হাসপাতালে লাইফসাপোর্টে সংকাটপন্ন অবস্থায় চিকিৎসাধীন তিনি।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘বয়সজনিত রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। গত কিছু দিন ধরে অ্যাজমার সমস্যা বেড়েছিল। 

স্বাস্থ্যমন্ত্রীর মা করোনায় আক্রান্ত হয়ে সুস্থও হয়েছিলেন।  কিন্তু পোস্ট কোভিড জটিলতাও যোগ হয়েছে। মায়ের জন্য দোয়া চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে