বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ১১:১০:৫৩

ফিলিস্তিনি হত্যার অপরাধে ইসরায়েলকে বিচারের আওতায় আনতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনি হত্যার অপরাধে ইসরায়েলকে বিচারের আওতায় আনতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: অধিকৃত ফিলিস্তিন এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাবদিহি ও বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২৭ মে) জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিলিস্তিন প্রসঙ্গে আয়োজিত এক বিশেষ অধিবেশনে দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ এই অধিবেশনে বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিন, তুরস্ক, মিসর, কুয়েত, কাতার, মালয়েশিয়া, পাকিস্তান, নামিবিয়া, লিবিয়া ও তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বক্তব্য দেন।

মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে ইসরায়েলের অবৈধ ও উস্কানিমূলক তৎপরতার কঠোর নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ইসরায়েলের অবশ্যই অবৈধ দখলদারি, বসতি স্থাপন ও দখলের তৎপরতা বন্ধ করা উচিত। এসব তৎপরতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়মুক্তি দেওয়া ও নীরবতা শুধু দখলদার বাহিনীকেই উৎসাহদান, যা দুঃখজনক।

অধিকৃত গাজা ও এর আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালিয়ে আসছে ইসরায়েল। চলতি মাসেই টানা ১১ দিন বিমান থেকে বোমা নিক্ষেপ করে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশটি। তাদের হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে