শনিবার, ২৯ মে, ২০২১, ১১:৩৭:৪৭

নতুন রিপোর্ট করেছে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ড

নতুন রিপোর্ট করেছে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ড

নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার পর্যালোচনা করে নতুন রিপোর্ট করেছে মেডিক্যাল বোর্ড।

বিষয়টি  নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ।
শনিবার সকালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা জানান।

ডা: এ জেড এম জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিএনপির মহাসচিব শুক্রবার সংবাদ সম্মেলনে যে মেডিক্যাল বোর্ড বসার কথা জানিয়েছেন তা ওই দিনই বসেছে। দীর্ঘ সময় তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে নতুন রিপোর্ট করানো হয়েছে।

এ সময় তিনি আরো জানান, আগামী ৪৮ ঘণ্টা বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখা হবে। নির্ধারিত এ সময় করণীয় ঠিক করবে মেডিক্যাল বোর্ড।

বেগম জিয়ার জ্বরের ব্যাপারে জানতে চাইলে ডা: জাহিদ বলেন, ম্যাডামের (বেগম জিয়া) শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আমরা কোনো কিছুই মিডিয়াকে ব্রিফ করবো না। যা ব্রিফ করার দলের পক্ষ থেকে দলের মহাসচিব করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে