এমটিনিউজ২৪ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুই প্যানেলের মধ্যে ভোটের লড়াই জমে উঠেছে। এরই মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্রের ভোটের ফল প্রকাশ করা হয়েছে। যেখানে দুটি প্যানেলই প্রায় সমানতালে এগোচ্ছে।
এর মধ্যে বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নির্বাচন কমিশন জকসু নির্বাচনে সংগীত বিভাগের ফলাফল প্রকাশ করেছে।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, সংগীত বিভাগে ছাত্রশিবির সমর্থিত ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী রাকিব পেয়েছেন ১২৫ ভোট।
এই বিভাগে এজিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলীম কোনো ভোট পাননি। ছাত্রদল প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট। এজিএস পদেও শিবিরের প্যানেলের মাসুদ রানা কোনো ভোট পাননি। ছাত্রদল প্যানেলের তানজিল পেয়েছেন ১০৮ ভোট।