শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৫:০৯:৩২

বিএনপির ‘দূরদর্শিতা’ নিয়ে যা বললেন ফরহাদ মজহার

বিএনপির ‘দূরদর্শিতা’ নিয়ে যা বললেন ফরহাদ মজহার

নিউজ ডেস্ক : রাজনৈতিক রূপান্তরের ঐতিহাসিক মুহূর্তকে ব্যবহারের জন্য বিএনপির মধ্যে সেই ‘দূরদর্শিতা’ নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার। গতকাল দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ এবং ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ১০০০ দিন উপলক্ষে এক আলোচনায় অংশ নিয়ে ফরহাদ মজহার বলেন, দেশ ও জাতির সামনে কখনো কখনো রাজনৈতিক রূপান্তরের ঐতিহাসিক মুহূর্ত হাজির হয়। সেই মুহূর্ত ব্যবহার করতে রাজনৈতিক দূরদর্শিতার প্রয়োজন হয়। কিন্তু বিএনপির সেই দূরদর্শিতা নেই। এ জন্য ৫ জানুয়ারি ওইরকম একটি ঐতিহাসিক মুহূর্ত হাজির হলেও দলটি তা ব্যবহার করতে ব্যর্থ হয়। তাই সব দোষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপালে চলবে না। ৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে