 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন।
শনিবার প্রসিকিউটর রানা দাশগুপ্ত জানান, তার অবস্থা সংকটাপন্ন, কোনো সাড়া নেই।
তিনি আরও জানান, গত ২৫ মে রাতে হঠাৎ অসুস্থ (স্ট্রোক) হয়ে পড়লে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রসিকিউটর জেয়াদ আল মালুমকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে মারাত্মক সংক্রমণ ও জটিলতা ধরা পড়ে।
পরে বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এখনো তিনি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। ২০১০ সাল থেকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ বেশ কয়েকজন যুদ্ধাপরাধীর মামলার বিচারে তার অবদান ছিল উল্লেখযোগ্য।