রবিবার, ৩০ মে, ২০২১, ১০:৫৬:৩৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করলেন মির্জা ফখরুল

রাজধানীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করলেন মির্জা ফখরুল

জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাড্ডা-ভাটারা-রামপুরা-হাতিরঝিল থানা এলাকায় ত্রাণ বিতরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয় আজ রবিবার দুপুরে বাড্ডা ফুজি টাওয়ারের সামন থেকে।

ঢাকা উত্তর বিএনপি সভাপতি এমএ কাইয়ূমের তত্ত্বাবধানে বাড্ডা-ভাটারা-রামপুরা-হাতিরঝিল থানা বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএফএম আব্দুল আলিম নকী, যুগ্ম-সম্পাদক ভিপি এজিএম শামসুল হক, যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান মিহির, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল করিম জাফর, রেজাউর রহমান ফাহিম, বাড্ডা থানা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিএস আব্দুল কাদের বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে