বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে নোয়াখালীর ভাসানচরে বিক্ষোভ করেছেন রোহিঙ্গারা। আজ সোমবার (৩১ মে) বেলা ১১টার দিকে তারা এই বিক্ষোভ করেন। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা এই বিক্ষোভ করেন।
আজ সকালে ইউএনএইচসিআর’র ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সফরকালে রোহিঙ্গাদের বিভিন্ন খোঁজখবর নিতে গেলে রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় রোহিঙ্গারা।
এ সময় রোহিঙ্গারা বিক্ষোভ মিছিলে তাদের প্রতিমাসে ৫০০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না বলে জানান তারা। এছাড়া নিম্মমানের রেশন, নিম্নমানের খাবার, কর্মসংস্থানের অভাব ও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় এই বিক্ষোভ মিছিল করেন তারা।
এ বিষয়ে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহে আলম সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।