শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ১২:০৫:৫৯

সুবহানআল্লাহ, ইজতেমায় শতাধিক যৌতুকবিহীন বিয়ে

সুবহানআল্লাহ, ইজতেমায় শতাধিক যৌতুকবিহীন বিয়ে

জাতীয় ডেস্ক: যৌতুকবিহীন বিয়ে বিশ্ব ইজতেমার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত। সম্পূর্ণ ইসলামী নিয়ম মেনে যৌতুকবিহীন বিয়ের প্রচার ও প্রসার ঘটাতে প্রতি বছরের মত এ বছরও ইজতেমা মাঠে বিয়ের আয়োজন করতে যাচ্ছে তাবলীগ জামাত। আজ (শনিবার) আছর নামাজ পরবর্তী বয়ান মঞ্চের পাশেই বসবে যৌতুকবিহীন বিয়ের আসর। এ আসরে ইসলামী রীতিতেই বিয়ের সব কাজ সম্পন্ন হয়ে থাকে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হবে। মোহর ফাতেমীর নিয়মানুযায়ী বিয়েতে মোহরানা ধার্য করা হয়। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ। এবার শতাধিক যৌতুকবিহীন বিয়ে সম্পাদন হবে বলে জানা গেছে। ৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে