সোমবার, ০৭ জুন, ২০২১, ০৯:২৩:৪৪

একলাফে অনেক কমল কেজি প্রতি পেঁয়াজের দাম

একলাফে অনেক কমল কেজি প্রতি পেঁয়াজের দাম

একলাফে অনেক কমল কেজি প্রতি পেঁয়াজের দাম। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির ফলে খুচরা ও পাইকারী বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে কমেছে ৭ থেকে ১৪ টাকা।

ভারতীয় পেঁয়াজ গত দুই দিন আগে বিক্রি হয়েছে প্রকারভেদে ৪৫ থেকে ৪৮ টাকায় আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৪ টাকা কেজি। দেশীয় পেঁয়াজ বিক্রি হয়েছে প্রকারভেদে ৫০ থেকে ৫২ টাকায় আজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকায়।

ভারত থেকে পেঁয়াজ আসার কারনে হিলি স্থলবন্দর এলাকায় কমতে শুরু করেছে সব ধরণের পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা। আমদানি বেশি হলে দাম আরো কমতে পারে বলেও জানান তারা।

পেঁয়াজ কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, হঠাৎ করে পেঁয়াজের দাম কমে আবার বৃদ্ধি হয়। এতে করে সাধারন দিনমুজুর মানুষের জন্য অনেক কষ্টের বিষয় হয়ে দাড়াই। বাজার নিয়মিত মনিটরিং করা হলে পেঁয়াজসহ সব ধরনের পণ্যের বাজার নিয়ন্ত্রনে থাকবে বলেও জানান তারা। হিলি কাস্টমসের তথ্য মতে গত দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ১৩ ট্রাকে ৩০৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে