শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ১২:৫১:৩৯

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে নিহত

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে নিহত

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শরীফ রানা (৪০) মারা গেছেন। সঙ্গে থাকা তার স্ত্রী সীমা শরীফসহ তিন জন আহত হয়েছেন। শনিবার ভোরে চিকিৎসার জন্য ঈশ্বরদী থেকে ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুতে একাধিক গাড়ির সংঘর্ষে শরীফ রানা আহত হন। পরে তাকে টাঈাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দুর্ঘটনায় আরো ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক। শনিবার ভোর ৫টার দিকে সেতুর ৪২ নম্বর পিলারের কাছে পর পর কয়েকটি গাড়ি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে সিরাজগঞ্জে আনার পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ির সঙ্গে সিরাজগঞ্জ সদর পুলিশের একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ৪ পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত হয়। এছাড়া সেতু সংলগ্ন এলাকায় আরো ৬টি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু এলাকায় যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইলের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে