শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৩:১৪:০২

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার বেলা সাড়ে ১১টার মধ্যে

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার বেলা সাড়ে ১১টার মধ্যে

নিজস্ব ডেস্ক : টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের পাশে স্থাপিত জেলা প্রশাসকের সমন্বয়কক্ষের সামনে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম। বিশ্ব ইজতেমার স্থানীয় মুরুব্বিদের সঙ্গে কথা বলে ওই সময় জানতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে বিশ্ব ইজতেমার নিরাপত্তার বিষয়ে শনিবার দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। পরে ইজতেমার মিডিয়া সেলের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইজতেমা ময়দানে যাতে কোনো ধরনের নাশকতা কেউ করতে না পারে সে জন্য এবারের ইজতেমা ময়দানে আরো বেশি সতর্ক অবস্থা নেওয়া হয়েছে। নাশকতার বিষয়গুলো বিবেচনায় রেখে এবার বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।’ ০৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে