‘বিএনপির বোঝা খালেদা’
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলটির সম্পদ নয়, বোঝা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার সকালে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার কারণেই বিএনপি আজ সংসদে নেই। কিছুতেই তিনি দলটির সম্পদ হতে পারেন না।
আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুলের সমালোচনার জবাবে তিনি বলেন, দয়া করে সমালোচনা করবেন না। আত্ম-সমালোচনা করুন। তাহলে বিএনপি উপকৃত হবে।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক প্রমুখ।
৯ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�