আইডিয়াল কলেজের ছাত্রকে গুলি
ঢাকা : রাজধানীর ধানমন্ডিতে নাইমুর রশিদ নামে আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের এক ছাত্রকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিতে তিনি আহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল রোডে অবস্থিত আইডিয়াল কলেজের সামনে তাকে গুলি করা হয়।
নাইমুর রশিদ আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথমবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
গুলিবিদ্ধ নাইমুর সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে কলেজের সামনে একটি চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় নাইমুরের এক বন্ধুকে পেটায় দ্বিতীয়বর্ষের শিক্ষার্থীরা।
এ ঘটনার জেরে আজ দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী পলকসহ বেশ কয়েকজন বহিরাগত যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পায়ে লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
৯ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�