নিউজ ডেস্ক: পর পর বেড়েই চলছিল স্বর্ণের দাম। অবশেষে লাগাম পড়ল বিশ্ববাজারে স্বর্ণের দামে, হলো বড় দরপত'ন। আর দু’দফায় দাম বৃদ্ধির পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আরো জানা গেছে, আগামী সোমবার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়া হতে পারে।
প্রাপ্ত ত'থ্যে, দেশের বাজারে স্বর্ণের দাম কমা কিংবা বৃদ্ধি পাওয়া মূলত নির্ভর করে বিশ্ববাজারের ওপর। বিশ্ববাজারে যদি স্বর্ণের দাম বৃদ্ধি পায় তাহলে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। একইভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলে দেশের বাজারে দাম কমানো হয়। দেশে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১০০ ডলারের ওপরে কমেছে। এতে স্বাভাবিকভাবে দেশের বাজারে স্বর্ণের দাম কমবে।
এদিকে বাজুস সংগঠনের সভাপতি এনামুল হক খান বলেন, বিশ্ববাজারে যেহেতু স্বর্ণের দাম কমেছে সেদিক থেকে দেশের বাজারে স্বর্ণের দাম কমতে পারে। তবে দাম কমবে কী কমবে না, কিংবা দাম স্থিতিশীল থাকবে কিনা তা এখনই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সোমবার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব আমরা।