নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসছে ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে লেখা ওই চিঠিতে মোদি বলেন, আমি এখনো আশাবাদী যে মানবতায় সাহায্যে এই মহামা'রি শিগশিরই কাটিয়ে উঠা যাবে।
প্রাপ্ত ত'থ্যে এ বছর আন্তর্জাতিক ইয়োগা দিবসের প্রতিপা'দ্য হলো- সু'স্থতার জন্য ইয়োগা। প্রেরিত চিঠিতে মোদি দিবসটি সাফল্যমণ্ডিত করতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য গভীর কৃত'জ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় সামনের বছরগুলোতেও হাসিনা সরকার আন্তর্জাতিক ইয়োগা দিবস উৎসাহের সাথে উৎযাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোদি।
তিনি লিখেছেন, গত বছরের মতো এবারও করোনা মহামা'রির মধ্যে দিসবটি পালন হচ্ছে। মহামারির বিরু'দ্ধে করোনা যো'দ্ধারা অসাধারণ ল'ড়াই করেছে বলে জানিয়েছে মোদি। ভারতের জনগণকে মহামা'রি থেকে রক্ষা করতে টিকা দেওয়া হচ্ছে বলেও লিখেছেন মোদি।