মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ০৮:৫৭:৫৫

বিচ্ছিন্ন ঢাকা, বন্ধ দূরপাল্লার সকল বাস চলাচল

বিচ্ছিন্ন ঢাকা, বন্ধ দূরপাল্লার সকল বাস চলাচল

নিউজ ডেস্ক: মহামা'রী করোনার প্র'কোপ বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার (২২ জুন) থেকে সকাল ৬টা থেকে রাজধানীগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ সি'দ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জনাব খন্দকার এনায়েত উল্যাহ।

পরিবহন নেতা খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ক'ঠোর এই বি'ধিনিষে'ধে যে সাতটি জেলা ল'কডাউনের আওতায় আনা হয়েছে তার যেকোনো একটিকে এড়িয়ে ঢাকা শহরের বাস প্রবেশ করা সম্ভব নয়। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

একনজরে লকডাউন দেওয়া জেলাগুলি হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে