নিউজ ডেস্ক: মাশরাফি ও তাঁর বাবা একসঙ্গে দুই জনেই পেলেন সুখবর। নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে সদস্য হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। একই কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা।
এদিকে গত রবিবার (২০ জুন) জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।