বুধবার, ২৩ জুন, ২০২১, ০৩:৫৩:২২

আবারো সারাদেশে লকডাউন দেওয়ার ব্যাপারে যা জানাল স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র

আবারো সারাদেশে লকডাউন দেওয়ার ব্যাপারে যা জানাল স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আপাদত ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলায় লকডাউন দেওয়া হয়েছে। তবে কী আবারো সারাদেশে লকডাউন আসছে?  সারাদেশে আপাতত লকডাউন নয়। তবে করোনাভাইরাসের পরিস্থিতি যদি নাজুক হয় এবং প্রতিটি জেলায় যদি সংক্রমণ ২০ শতাংশের ওপরে চলে যায়, তাহলে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

আজ বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত নিয়মিত করোনা বুলেটিনে এ তথ্য জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে