শনিবার, ২৬ জুন, ২০২১, ১১:০৬:২৩

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারো বাড়ছে

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারো বাড়ছে

নিউজ ডেস্ক: হঠাৎ করোনা পরিস্থি'তির অবনতি হওয়ায় দেড় বছরেরও অধিক সময় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ জুন খোলার কথা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না। সং'ক্রমণের ঊর্ধ্ব'গতিতে সোমবার (২৮ জুন) থেকে দেশজুড়ে আসছে ক'ঠোর লকডাউন। এ অবস্থায় ফের অনিশ্চি'ত হয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা।

ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটির  সময়সীমা বৃ'দ্ধি করা হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে সরকারের ওপর মহলে আলোচনা করে এবিষয়ে সি'দ্ধান্ত জানানো হবে।

শিক্ষামন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘করোনা সং'ক্রমণের হার ক্র'মেই বাড়ছে। আজকেই (গতকাল) ২১ শতাংশের বেশি ছিল। ৫ শতাংশের নিচে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। তবে পরিস্থি'তি বুঝে শিক্ষামন্ত্রী সি'দ্ধান্ত জানাবেন। এর জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।’

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পরিস্থি'তি খা'রাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সুযোগ নেই। আমরা কাউকে ঝুঁ'কির মধ্যে দেখতে চাই না। শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে চলমান ছুটি আরো বা'ড়ানো হতে পারে।’

অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেছেন, ‘সরকারের ঘোষিত তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সব ধরনের প্রস্তুতি আছে। সরকারের নির্দেশনা পেলেই প্রতিষ্ঠান খোলা যাবে। তবে সবকিছু নির্ভর করছে পরিস্থি'তির ওপর।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে