নিউজ ডেস্ক: সারাদেশে সী'মিত পরিস'রে লকডাউন ঘোষণা করা হলেও সোমবার থেকে বুধবার এই তিনদিন আগের নিয়মেই ব্যাংক খোলা থাকবে। তবে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ক'ঠোর লকডাউনে সীমিত আকারে চলবে ব্যাংকিং কার্যক্রম।
রোববার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ ত'থ্য জানান।
তিনি বলেন, ৩০ জুন পর্যন্ত আগের নিয়মেই চলবে ব্যাংকিং কার্যক্রম। ১ জুলাই থেকে নতুন নিয়মে ব্যাংকের লেনদেন হবে। এর আগে বাংলাদেশ ব্যাংক এ সংক্রা'ন্ত সা'র্কুলার জা'রি করবে বলেও জানান তিনি।
জানা গেছে, সোমবার (২৮ জুন) থেকে বুধবার পর্যন্ত এই তিনদিন আগের মতোই সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে।