ভিডিওতে দেখা যায়, দুই সেকেন্ডের মধ্যে পরপর দুটি বি'স্ফো'রণ হয়েছে। অর্থাৎ, সন্ধ্যা ৭ টা ২২ মিনিট ২৫ সেকেন্ডে প্রথম বি'স্ফো'রণের হলকা দেখা যায়, এরপর ২৬ সেকেন্ডে দ্বিতীয় হলকা দেখা যায়। বি'স্ফো'রণের শব্দে আশপাশে থাকা মানুষ স্ত'ম্ভি'ত হয়ে যায়। এরপরই আশপাশের ভবনে থাকা মানুষদের রাস্তায় বে'রিয়ে আসতে দেখা যায়।
এর আগে, ওই এলাকায় থাকা ফ্যাশন ব্র্যান্ড আড়ংয়ের আউটলেট এর সিসিটিভির ফু'টে'জ প্রকা'শ পেয়েছিল। সেখানে দেখা গেছে, আউটলেটে প্রবেশের পথ দিয়ে লোকজন আসা-যাওয়া করছেন। হঠাৎ ধে'য়ে আসে বি'স্ফো'রণের হলকা। ভে'ঙে যায় আউটলেটের কাচ। ভ'য়ে জু'বুথু'বু হয়ে যান কেনাকাটা করতে আসা মানুষ ও বিপণনকর্মীরা। বিস্ফোরণের পরপরই লোকজনকে ছো'টাছু'টি করতে দেখা যায়।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনতলা ভবনে ওই বি'স্ফো'রণে এক শিশু ও তার মাসহ ৭ জন নিহ'ত হয়েছেন। এ ঘ'টনায় ৫০ জনের ওপর আহ'ত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আ'শ'ঙ্কাজ'নক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বা'র্ন ও প্লা'স্টি'ক সা'র্জা'রি ইনস্টিটিউটের প্রধান সম'ন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
এরইমধ্যে বি'স্ফো'রণের মূল কারণ বে'র করতে ঘ'টনাস্থল থেকে আলা'মত সংগ্রহ করছে পুলিশের অপ'রাধ তদ'ন্ত বিভাগের (সিআ'ইডি) ফরে'নসিক ও ক্রা'ইম সি'ন ইউ'নিট। অন্যদিকে ফায়ার সার্ভিস থেকে গঠিত তদ'ন্ত কমিটিও ঘ'টনাস্থ'ল পরিদর্শন করে আলা'মত সংগ্রহ করছে।