নিউজ ডেস্ক: করোনাভাইরাস সং'ক্রম'ণের বিদ্যমান পরিস্থি'তিতে ‘কঠোর লকডাউনে’ বন্ধ থাকবে নিম্ন আদালত। আজ বুধবার সুপ্রিমকোর্ট এই ত'থ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, লকডাউনে নিম্ন আদালত বন্ধ থাকবে। তবে ওই সময় সীমিত আকারে খোলা থাকবে হাইকোর্টের ৩টি বেঞ্চ। এছাড়া ভার্চু'য়ালি বসবে আপিল ও চেম্বার আদালত।