নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সং'ক্রমণ বা'ড়ায় সারা দেশে কতি'পয় বিধি-নিষে'ধ আরো'প করে নির্দে'শনা জা'রি করেছে সরকার। দেশের বর্তমান প্রে'ক্ষাপ'টে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ও সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদসমূহে জামায়াতের নামাজের জন্য কিছু শ'র্ত আবশ্যিকভাবে পালনের জন্য অনুরোধ করেছে।
যেসব শর্ত পালন করতে বলছে ধর্ম মন্ত্রণালয়
মসজিদের প্রবেশদ্বা'রে হ্যান্ড স্যা'নিটাই'জার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদেরকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে; প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নাত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে; মসজিদে কার্পেট বিছানো যাবে না।
পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জী'বা'নুনাশ'ক দিয়ে পরিষ্কার করতে হবে, মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে; কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূর'ত্ব নি''শ্চি'ত করতে হবে; শিশু, বয়বৃ'দ্ধ, যে কোনো অসু'স্থ ব্যক্তি এবং অসু'স্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ করা হতে বির'ত থাকবে; সং'ক্র'মণ রো'ধ নিশ্চি'তক'ল্পে মসজিদের ওজুখানায় সাবান/হ্যান্ড স্যা'নিটা'ইজার রাখতে হবে। মসজিদে সংর'ক্ষি'ত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘সর্বসাধারণের সুর'ক্ষা নিশ্চি'তক'ল্পে, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃ'ঙ্খ'লা নিয়'ন্ত্রণকা'রী বাহি'নীর নির্দে'শনা অবশ্যই অ'নুসর'ণ করতে হবে; করোনাভাইরাস ম'হামা'রি থেকে র'ক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব, ইমাম ও মুসল্লিগণ দোয়া করবেন এবং খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, অন্যান্য সকল ধর্মীয় প্রতিষ্ঠান/উ'পাস'নালয়ে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান, হ্যা'ন্ড স্যা'নিটাই'জার/সাবান দিয়ে হাত ধো'য়াসহ স্বাস্থ্যবিধি মে'নে সামাজিক ও শারীরিক দূ'রত্ব যথাযথভাবে অ'নুস'রণ করবেন। উ'ল্লি'খিত নির্দে'শনা ল'ঙ্ঘি'ত হলে স্থানীয় প্রশা'সন ও আইন শৃ'ঙ্খ'লা নিয়'ন্ত্রণ'কারী বাহি'নী সংশ্লি'ষ্ট দায়িত্বশীলদের বিরু'দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রা'ণঘা'তি করোনাভাইরাস সং'ক্র'মণ রো'ধে স্থানীয় প্রশাসন, আইন শৃ'ঙ্খ'লা নিয়'ন্ত্রণকারী বাহি'নী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লি'খিত নির্দে'শনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হলো।