বুধবার, ৩০ জুন, ২০২১, ০৫:৩৬:৪২

দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনা'ক্ত, টা'না চতুর্থ দিন শতাধিক মৃ'ত্যু

দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনা'ক্ত, টা'না চতুর্থ দিন শতাধিক মৃ'ত্যু

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়ে আরও ১১৫ জনের মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে চতুর্থ দিনের মতো টা'না শতাধিক মানুষের মৃ'ত্যু হল।  

বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞ'প্তিতে এ ত'থ্য জানানো হয়েছে। বিজ্ঞ'প্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৮ হাজার ৮২২ জনের শরীরে করোনা শনা'ক্ত হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে সর্বো'চ্চ শনা'ক্তের রেক'র্ড।

এর আগে, দেশের এ যাবতকালে করোনায় মৃ'ত্যুর সব রেক'র্ড ছিল গত রোববার। ওইদিন করোনা মৃ'ত্যুর মি'ছিলে যোগ হয়েছে আরও ১১৯ জন। এছাড়া, চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বা'ধিক ১১২ জনের মৃ'ত্যু হয়। গত ২৫ জুন মা'রা যান ১০৮ জন। এছাড়া ১৮ এপ্রিল ১০২ জন মা'রা যান। ১৬, ১৭ ও ২৫ এপ্রিল মা'রা যান ১০১ জন করে।
করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত ও প্রা'ণহা'নির পরিসং'খ্যান রাখা ওয়েবসাইট ওয়া'র্ল্ডওমিটারের ত'থ্যা'নু'যায়ী, বুধবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মা'রা গেছেন আরও ৮ হাজার ৬৬২ জন এবং আ'ক্রা'ন্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৫৬১ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃ'ত্যু হলো ৩৯ লাখ ৫৩ হাজার ৮৪৬ জনের এবং আক্রা'ন্ত হয়েছেন ১৮ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৩৫৪ জন। এদের মধ্যে সু'স্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৭১ লাখ ৭৫ হাজার ১১৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সং'ক্র'মণ ও মৃ'ত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধ'র দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সং'ক্র'মিত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৪৯৩ জন। মৃ'ত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৯৮০ জনের।

আক্রা'ন্তে দ্বিতীয় ও মৃ'ত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সং'ক্র'মিত হয়েছেন ৩ কোটি তিন লাখ ৬১ হাজার ৬৯৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃ'ত্যু হয়েছে তিন লাখ ৯৮ হাজার ৪৮৪ জনের।
আক্রা'ন্তে তৃতীয় এবং মৃ'ত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন সং'ক্র'মিত হয়েছেন। মৃ'ত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ১১৯ জনের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে