ছাদবাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকু'ফ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা মাঠে ডিএনসিসির বৃক্ষরো'পণ অভি'যান-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা, খালের পাড়, রেললাইনের ধা'র, লেকের পাড়, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও সুবিধাজনক স্থানে টি'ম গ্রু'পের পক্ষ থেকে দেয়া মোট দুই লাখ গাছের চারা রোপণ করা হবে। সবুজায়নের মাধ্যমে ঢাকাকে একটি অক্সিজেন হাব হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, সবার বাসযো'গ্য একটি সুস্থ ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে সুবিধাজনক স্থানগুলোতে পর্যা'প্ত সংখ্যক গাছের চারা রো'পণ ও পরিচর্যার জন্য ডিএনসিসির পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যই বিভিন্ন প্রজাতির গাছের চা'রা লাগিয়ে সেগুলোর পরিচর্যা করতে হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশুকে জন্মস'নদের সাথে সাথে লংকাবাংলা ফাইন্যান্সের অর্থায়নে জি'ও ব্যাগে করে একটি করে গাছের চারা উপহার দেয়া হবে। কং'ক্রি'টের ঢাকা থেকে বাঁ'চতে হলে বিশু'দ্ধ অক্সিজেনের জন্য গাছের কোনো বিক'ল্প নেই। তাই আমাদের সকলকে নিজেদের প্রয়োজনেই গাছ লাগাতে হবে।
তিনি বলেন, জলবায়ুর বিরূ'প প্র'ভাব মো'কাবিলায় পরিবেশের উন্নয়নে কাজ করতে হবে এবং পানিসহ সব প্রাকৃতিক সম্পদের অপ'চয় রো'ধ করে সেগুলোর পরিমি'ত ব্যবহার নিশ্চি'ত করতে হবে।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ২৪টি জায়গাকে খেলার মাঠে রূ'পান্ত'রিত করা হচ্ছে। করোনা মহামা'রির পরপরই আটটি মাঠ খু'লে দেয়া হবে।