মহামা'রী করোনা নিয়ন্ত্রণে শুরু হলো সাত দিনের কঠিন লকডাউন। ভোর ৬টা থেকে কড়াকড়িভাবে আজকের প্রথম দিনের যাত্রা। চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
শুরু হওয়া এই লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ সেনাবাহিনী মাঠ থাকবে।