ভ'য়াব'হ করোনারোধে সাত দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। আজ থেকে শুরু হওয়া লকডাউনে সরকারি বি'ধিনিষে'ধ এবং মানুষের স্বাস্থ্যবি'ধি নিশ্চিত করতে মাঠে টহলে থাকবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যরা।
আজ থেকে অতি জরুরি প্রয়োজনে ‘বিধিনিষেধের’ সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না। পুলিশ জানিয়েছে, বিনা কারণে বাড়ির বাইরে গেলেই গ্রেফতার করা হবে। গতকাল বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ মানুষের চলাচলে ‘বিধি-নিষেধ’ আরোপ করে ২১ দফা নির্দেশরা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সং'ক্রমণের বর্তমান পরিস্থি'তিতে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত ‘বিধি-নিষেধ’ আরোপ করা হলো।