বৃহস্পতিবার, ০১ জুলাই, ২০২১, ০২:০৯:০২

চলছে কঠোর লকডাউন, শুধু মিরপুরে আটক শতাধিক, মামলা অর্ধশত

চলছে কঠোর লকডাউন, শুধু মিরপুরে আটক শতাধিক, মামলা অর্ধশত

ভয়াবহ মহামারী করোনারোধে চলছে কঠোর লকডাউন। এদিকে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করে অকারণে ঘর থেকে বের হওয়ায় রাজধানীর মিরপুরে শতাধিক ব্যক্তিকে আট'ক করেছে পুলিশ। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মা'মলা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহআলী, পল্লবী, কাফরুল এলাকায় পুলিশ শতাধিকজনকে আট'কসহ অর্ধশতাধিক যানবাহনকে মা'মলা দেয়। মিরপুরে দুজন ম্যাজিস্ট্রেটের নে'তৃত্বে চলছে পুলিশের অভি'যান।

ৃএই ব্যাপারে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ পরিপালনে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে