মহানুভবত আর দায়িত্বের এক উজ্জ্বল উদাহরণ এটি! দেশজুড়ে প্রশংসায় ভাসছেন এই পুলিশ কনস্টেবল। বিষয়টি জানলে আপনিও তাকে স্যালুট জানাবেন। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় এক অসহায় ভিক্ষুকের করুণ চাহনি দাগ কাটে এক পুলিশ কনস্টেবলের। পায়ে প্লাস্টার করাতে তিনি হাঁটতে পারছিলেন না। বিষয়টি নজরে আসলে ওই বৃদ্ধকে কোলে নিয়ে পুলিশ বক্সে নিয়ে যান সুকান্ত চন্দ্র নামে এক কনস্টেবল।
জানা যায় , গত বুধবার (৩০ জুন) সকালে এমন কয়েকটি ছবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ নামক ফেসবুক পেজে পোস্ট করলে মু'হূর্তের মধ্যে ভাই'রাল হয়ে পড়ে। এতেই প্রশংসায় ভাসছেন তিনি। কনস্টেবল সুকান্ত চন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ অঞ্চলে কর্মরত আছেন। তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর মোবাইল টিমের গাড়ি চালক বলে জানা গেছে।