বৃহস্পতিবার, ০১ জুলাই, ২০২১, ০৪:৪৩:০১

খালেদা জিয়া কোনো অপরাধই করেন নাই, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না

খালেদা জিয়া কোনো অপরাধই করেন নাই, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অপরাধই করেননি, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছে বিএনপি। আজ বুধবার জাতীয় সংসদে আইনমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রি'য়া জানাতে গিয়ে দলের পক্ষ থেকে বৃহস্পতিবার এই কথা জানানো হয়েছে। 

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সং'ক্রা'ন্ত এক সংবাদ সম্মেলনে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, যিনি (খালেদা জিয়া) কোনো অপরাধই করেন নাই তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আইনমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে ফ্যা'সিবা'দী সরকারের হী'ন রাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফ'লন ঘ'টেছে, যা ভ্র'ষ্টাচার' ছাড়া কিছুই নয়।’

বিএনপির এই নেতা বলেন, আমরা সরকারকে ছ'লচাতু'রী ও রাজনৈতিক প্রতিহিং'সা পরিহা'র করে দেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে মু'ক্তি দিয়ে তার সুচিকিৎসার জন্য বিদেশে যাবার ক্ষেত্রে কোনো প্রতিব'ন্ধক'তা সৃ'ষ্টি না করতে পুনরায় আহ্বান জানাচ্ছি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আনুষ্ঠানিকভাবে নিজের দোষ স্বী'কার করে ক্ষ'মা চাইতে হবে। আইন অ'নু'যায়ী, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আর কোনো পথ খোলা নেই। আইনমন্ত্রীর এই বক্তব্যে সরকারের রাজনৈতিক প্রতিহিং'সা এবং খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ক্ষেত্রে সরকারের ইচ্ছাকৃ'ত প্রতিব'ন্ধক'তার বহিঃ'প্রকা'শ ঘ'টেছে। 

যদিও এর আগে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে আবেদন করা হলে আইনমন্ত্রী বলেছিলেন ‘সরকার যে শ'র্তে তাকে মুক্তি দিয়েছেন, সেই শ'র্ত শি'থি'ল করলে খালেদা জিয়ার বিদেশে যেতে আইনগত কোনো বা'ধা থাকে না। কিন্তু এর ২/১ দিন পরই তিনি ইউটা'র্ন নিয়ে বলেছেন, ‘সম্ভব নয়’ এবং এখন বলছেন ‘ক্ষ'মা চাইতে হবে’। এগুলো সরকারের রাজনৈতিক প্রতিহিং'সার বহিঃপ্রকা'শ এবং রাজনীতিকে নি'য়ন্ত্রি'ত ও ক'লুষি'ত করার ব্য'র্থ চে'ষ্টা ছাড়া কিছুই নয়। যিনি কোনো অপরাধই করেন নাই তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে