কারাব'ন্দি অব'স্থায় হাসপাতালে থেকে ডেসটিনির এমডি রফিকুল আমিন জুম মিটিং করার ঘটনায় ৮ কারারক্ষিকে প্র'ত্যাহার করা হয়েছে। এ ছাড়া কারা কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদ'ন্ত কমিটি গঠন করেছে। তদ'ন্ত কমিটি আগামী সাত কাযদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
গতরাতে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন জানান, ‘তদ'ন্ত কমিটি গঠন করা হয়েছে। কিভাবে কি ঘ'টেছে সেটা তদ'ন্ত কমিটি তদ'ন্ত করে দেখবে। ৮ কারারক্ষীকে প্র'ত্যাহার করা হয়েছে।