শুক্রবার, ০২ জুলাই, ২০২১, ১১:২৯:৩৮

২০ লাখ ডোজ টিকা নিয়ে চীন থেকে ঢাকার পথে রওনা দিয়েছে বাংলাদেশ বিমান

২০ লাখ ডোজ টিকা নিয়ে চীন থেকে ঢাকার পথে রওনা দিয়েছে বাংলাদেশ বিমান

চলছে সাত দিনের কঠিন লকডাউন। করোনা মহামা'রীতে নাজেহাল দেশ। এমন অবস্থায় বড় সুখবর চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকার চালান ঢাকার পথে রওনা দিয়েছে।

আজ শুক্রবার (২ জুলাই) বাংলাদেশের চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এ তথ্য জানান।

এদিকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, চীন থেকে কেনা সিনোফার্মের ২০ লাখ টিকা শুক্রবার (২ জুলাই) রাত পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে