চলছে সাত দিনের কঠিন লকডাউন। করোনা মহামা'রীতে নাজেহাল দেশ। এমন অবস্থায় বড় সুখবর চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকার চালান ঢাকার পথে রওনা দিয়েছে।
আজ শুক্রবার (২ জুলাই) বাংলাদেশের চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এ তথ্য জানান।
এদিকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, চীন থেকে কেনা সিনোফার্মের ২০ লাখ টিকা শুক্রবার (২ জুলাই) রাত পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যায়।