শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৭:৩৮:২৩

বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ইমাম : ইনু

বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ইমাম : ইনু

ঢাকা : বিএনপির সঙ্গে কোনো মিটমাট হবে না।  তাদের ধ্বংস করতে হবে। কারণ সুযোগ পেলেই তারা আমাদের পিষে মারবে।

শনিবার বিকেলে রাজধানীর এক হোটেলে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

‘নরসিংদী জেলার বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করে সাপ্তাহিক ‘সময়ের কথা’।

তথ্যমন্ত্রী বলেন, একাত্তর-পঁচাত্তরের খুনিদের আমরা যদি মাফ না করি, তাহলে মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়াকেও মাফ করা হবে না।  বাংলার মাটিতে রাজাকারের মত তারও বিচার হবে।

তিনি বলেন, দেশের বিপদ এখনো কাটেনি।  একাত্তরের খুনিরা বিএনপিতে বাসা বেঁধেছে।  বিএনপির এই খুনিদের সঙ্গে কোনো মিটমাট হবে না।  কারণ তারা সুযোগ পেলেই আমাদের পিষে মারবে।

ইনু বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ইমাম।  জিয়াউর রহমান, কাদের সিদ্দিকীসহ মুক্তিযুদ্ধের অনেক মোকাব্বের আছে।  কিন্তু এদের যারা ইমাম দাবি করেন তারা আহম্মক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা ড. আবদুল হাই সিদ্দিক।

উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুঁইয়া, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আবুল কাসেম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদুল্যালয়ের প্রো-ভিসি ডা. শহিদুল্লাহ সিকদার প্রমুখ।
৯ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে