শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৭:৫১:০১

‌‘বিএনপির মরা গঙ্গায় আর জোয়ার বইবে না’

‌‘বিএনপির মরা গঙ্গায় আর জোয়ার বইবে না’

নিউজ ডেস্ক : বিএনপির মরা গঙ্গায় আর জোয়ার বইবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

তিনি বলেছেন, নিজেরা নিজেদের ক্ষতি না করলে বাইরের কেউ আওয়ামী লীগের ক্ষতি করতে পারবে না।  কারণ প্রতিপক্ষ বিএনপি অনেক আগেই আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের সক্ষমতা হারিয়ে ফেলেছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জন্য দুশ্চিন্তার বিষয় হচ্ছে সাম্প্রদায়িক উগ্র জঙ্গীবাদ।  দলের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে উগ্র জঙ্গীবাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
 
শনিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
জাতির পিতা বঙ্গবল্পব্দু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষে এ বিশেষ বর্ধিতসভার আয়োজন করা হয়।
 
বর্ধিতসভায় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক উগ্র জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে শপথ গ্রহণ করতে হবে।  বিএনপি নয়, সাম্প্রদায়িক উগ্র জঙ্গীবাদ আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ।  
 
তিনি বলেন, আমরা আমাদের ক্ষতি না করলে বাইরের কেউ ক্ষতি করতে পারবে না।  কারণ বিএনপির মরা গঙ্গায় আর জোয়ার বইবে না।
 
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ বর্ধিতসভায় সভাপতিত্ব করেন।  সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসোন চৌধুরী মায়া বীরবিক্রম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ড. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান সিরাজ, ফরিদুন নাহার লাইলী, অ্যাডভোকেট আফজাল হোসেন, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী ও এস এম কামাল হোসেন প্রমুখ।
৯ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে