শরীর ভাল নেই তাই প্রায় তিন মাস পর ডেসটিনির কর্ণধার রফিকুল আমীনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল।
এদিকে প্রিজন সেলে থেকে জুমে ব্যবসায়িক বৈঠক এবং নতুন এমএলএম কোম্পানি খোলার কার্যক্রম চালানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। শনিবার তাকে হাসপাতাল থেকে কারাগারে নিয়ে যাওয়া হলো। কারাগারে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রায় তিন মাস পর ডেসটিনির কর্ণধার রফিকুল আমীনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (৩ জুলাই) বিকেলে বিএসএমএমইউ ছাড়পত্র দেওয়ার পর তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।