বাংলাদেশ সেনাবাহি'নীতে চাকরির সুযোগ, বিভিন্ন পদে লোকব'ল নিয়োগ দেওয়া হবে, বাংলাদেশ সেনাবাহিনী সম্প্র'তি নিয়োগ বি'জ্ঞ'প্তি দিয়েছে।
প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ সেনাবাহি'নী, পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন, কর্মস্থল- দেশের বিভিন্ন ক্যান্ট'নমে'ন্ট
পদের নাম: ৫৭তম বিএমএ স্পে'শাল কো'র্স (সি'গন্যা'লস), ৫৭তম বিএমএ স্পেশাল কো'র্স (ইএমই), ৫৭তম বিএমএ স্পেশাল কো'র্স (এইসি), ৫০তম ডিএসএসসি (আরভি'অ্যান্ড'এফসি) ও ৩৫তম ডিএস'এসসি (জেএজি)।
আবেদনের যোগ্যতা: প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শ'র্তাবলি জানা যাবে বিজ্ঞ'প্তিতে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত ২৮ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা (https://joinbangladesharmy.army.mil.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২৪ জুলাই, ২০২১